08 September 2017

মাছ ধরতে গিয়ে জলে ডুবে মারা গেল দুজন ছাত্র বেলডাঙাতে



ওয়েবডেস্ক, বেলডাঙা, ৮ সেপ্টেম্বর : মুর্শিদাবাদেের বেলডাঙায় মাছ ধরতে গিয়ে জলে ডুবে মৃত হল একই পরিবারের দুজন ছাত্রের। শুক্রবার দুপুর ১ টা নাগাদ মির্জাপুর আনসার মোড় সংলগ্ন বিলে থেকে তাদের মৃত দেহ উদ্ধার করে এলাকাবাসী। মৃত দুই ছাত্রের নাম আরিফ মল্লিক(১০) ও নাজবুল মল্লিক (৮)। বাড়ি মির্জাপুর মল্লিক পাড়া। তারা দুজনে একই পরিবারের সম্পর্কে চাচাতো ভাই। মৃত আরিফ সেখ ও নাজবুল সেখ স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণি ও তৃতীয় শ্রেণীর ছাত্র ছিল। জানা গেছে, এদিন রাজু মল্লিক তার ছেলে আরিফ মল্লিক ও  ভাইপো নাজবুল মল্লিককে নিয়ে  বাড়ির সংলগ্ন খাগরু বিলে মাছ ধরতে যায়। মাছ ধরতে ব্যস্ত থাকায় আর তাদের খেয়াল রাখতে পারিনি। কিছুক্ষণ পর তাদের না দেখতে পেয়ে খোঁজাখুঁজি শুরু করে। এলাকাবাসী সহযোগিতায় দুপুর ১টা নাগাদ ওদের মৃত দেহ খুঁজে পায় খাগরু বিল থেকে।  ঘটনায় শোকাহত এলাকাবাসী।





1 comment: