ওয়েবডেস্ক, বেলডাঙা, ৪ সেপ্টেম্বর : পিছিয়ে পড়া জেলা মুর্শিদাবাদের শিক্ষিত বেকারদের কর্মসংস্থানের সুযোগ করে দেওয়ার লক্ষ্যে এবারে এগিয়ে এলো সারগাছি রামকৃষ্ণ মিশন আশ্রম। আগামী ১৭ সেপ্টেম্বর রবিবার বেলা দেড়টা থেকে সারগাছি রামকৃষ্ণ মিশন আশ্রমের লাইব্রেরি ভবনে একটি বিনামূল্যে সেমিনার ও কর্মশালার আয়োজন করা হয়েছে। WBCS সহ বিভিন্ন চাকুরী পরীক্ষা নিয়ে আলোচনা করা হবে সেমিনারে। সেমিনারে উপস্থিত থাকবেন WBCS বিশেষজ্ঞ শ্রী সামীম সরকার। সারগাছি রামকৃষ্ণ মিশন আশ্রমের সেক্রেটারি স্বামী বিশ্বময়ানন্দ জানিয়েছেন, এই সেমিনার ও কর্মশালার মাধ্যমে জেলার সাধারণ ও গরীব শিক্ষিত বেকাররা প্রতিযোগিতা মূলক পরীক্ষা বিষয়ে অনেক সমৃদ্ধ হতে পারবে। জেলার কর্মসংস্থানের উন্নয়ন হবে। সেমিনারে নাম নথিভুক্ত করা যাবে ৯৬০৯৭৫১০৪৮ এই নম্বরে কল করে।


No comments:
Post a Comment