ওয়েবডেস্ক, কিবরিয়া আনসারী, ডোমকল, ৮ সেপ্টেম্বর: মারাত্মক গেম ব্লু হোয়েল গেমকে বন্ধ করতে উঠে পড়ে লেগেছে প্রশাসন সহ অভিভাবকেরা। এদিন ডোমকলের রানিনগর থানার কাতলামারী উচ্চ বিদ্যালয় স্কুলের ছাত্র-ছাত্রীদের সতর্ক করতে ডোমকলে এস ডি পি ও মাকসুদ হাসান গড়ে তুললেন সচেতন মূলক শিবির। এদিনের শিবিরে ব্লু হোয়েল গেমের পাশাপাশি নারীপাচার,বাল্য বিবাহ, এস ডি এস এল আরো অনেক বিষয়ে সচেতন করলেন ছাত্র-ছাত্রীদের। ২ ঘন্টা ধরে প্রায় দু'শো জন ছাত্র-ছাত্রীদের নিয়ে সর্তক বার্তা দিলেন মাকসুদ হাসান। এই স্কুলের একাদশ শ্রেণির ছাত্রী মৌসুমি হালদার বলে, 'ব্লু হোয়েল গেম যে এত মারাত্মক সেটা আমি বিশ্বাস করতাম না, তবে আজকে স্যারদের মুখে শুনে সম্পূর্ণ বুঝে গেলাম। বুঝলাম কত বড় মারাত্মক গেম এটা। তবে আমি আমার বন্ধু-বান্ধবীদের সকলকে এ বিষয়ে সতর্ক করব।' এদিনে সচেতনতা শিবিরে মাকসুদ হাসান বলেন, 'এই সমাজের ছেলে-মেয়েরা সবাই সোসাল মিডিয়াতেই আকৃষ্ট। তারা জানে না ফেসবুক, হোয়াটআ্যাপের মাধ্যমে তারা অনেক বিপদের মুখে চলে যাচ্ছে। এখন একটা ব্লু-হোয়েল নামক গেম এসেছে যার শেষ লেভেল জীবন দিয়ে। এই গেমের ফাদে পা দিয়েছে অনেক স্কুল পড়ুয়া। যাতে আমাদের ছাত্র-ছাত্রীরা এই গেমের ফাদে না পা দেয় তার জন্য আজ এই শিবির।' এদিনের সচেতনতা শিবিরে উপস্থিত ছিলেন ডোমকলের এস ডি পি ও মাকসুদ হাসান, রানিনগর থানার ওসি অরুপ কুমার রায়, বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাদরুল আমিন সহ সকল শিক্ষক-শিক্ষিকেরা।


No comments:
Post a Comment