ওয়েবডেস্ক, বেলডাঙা, ১২ সেপ্টেম্বর : ফের বেলডাঙায় নাবালিকার বিয়ে বন্ধ করল পুলিশ প্রশাসন। মঙ্গলবার সারগাছি পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত আধিকারীক তন্ময় ভক্ত গোপন সূত্রে খবর পেয়ে দেবপুর পূর্বপাড়ার নাবালিকার বাড়িতে হানা দিয়ে বন্ধ করে দেয় বিয়ে। এদিনই বিয়ে হওয়ার কথা ছিল তার। নাবালিকার নাম আয়েশা খাতুন(১৪)। জানা যায়, সে স্থানীয় বিদ্যালয়ের ক্লাস অষ্টম শ্রেণির ছাত্রী। আফতাবদ্দিন সেখ তার নাবালিকা মেয়ে আয়েশা খাতুনের বিয়ে ঠিক করে বহরমপুর থানার বদরপুর গ্রামের শাহজাহান সেখের ছেলে আলী হোসেনের সঙ্গে। আলী হোসেনও একজন নাবালক। তার বয়স ১৬ বছর। এদিন নাবালিকার বাবা আফতাবদ্দিন পুলিশ প্রশাসনকে মুচলিকা দেয় যে, তার মেয়ের ১৮ বছরের আগে বিয়ে দেবে না।


No comments:
Post a Comment