ওয়েবডেস্ক, মুর্শিদাবাদ, ১৪ সেপ্টেম্বর : মুর্শিদাবাদে এবার আই সি ডি এস কেন্দ্র পরিদর্শনে জেলা শাসক। বৃহস্পতিবার জেলার মোট ৮৭৬১ টি আই সি ডি এস কেন্দ্র পরিদর্শন করেন জেলা শাসক পি. উল্গানাথন নেতৃত্বে জেলার সমস্ত এডিএম, এসডিও, বিডিও, সিডিপিও সহ বিভিন্ন আধিকারিকরা। এদিন সকাল ৭ টা থেকে সকাল ১১:৩০ পর্যন্ত এই পরিদর্শন চলে। প্রতি জন অফিসার তিনটি আই সি ডি এস সেন্টার পরিদর্শন করেন। জেলা শাসক পি. উল্গানাথন জানান, 'আজ আমরা আই সি ডি এস-এর গুনগতমান নিরক্ষণ করতে জেলার সমস্ত কেন্দ্রে পরিদর্শন করি। কিছু কিছু জায়গায় চাল, ডাল খুব খারাপ মানের ছিল। প্রি-টিচিং ভালো ভাবে দেওয়া হচ্ছিল না। বিশেষত বেলডাঙা-২ ব্লকের ভালো চাল ও খারাপ চাল মিশিয়ে সাপ্লাই করা হচ্ছিল, ডালও ছিল অনেক পুরনো। তাছাড়া বিভিন্ন জায়গায় সুপার ভাইজারদের তদারকিতে গাফিলতি পেয়েছি। আমরা এই সমস্ত অভিযুক্ত আই সি ডি এস হেল্পার, ওয়ার্কার, সুপার ভাইজার ও সি ডি পি ও-দের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নিয়েছি। এখন পর্যন্ত আমরা মোট ৬০০ জনকে শোকজ করেছি। যার মধ্যে সি ডি পি ও আছে ২-৩ জন।'


No comments:
Post a Comment