ওয়েবডেস্ক, কিবরিয়া আনসারী, ডোমকল, ১৩ সেপ্টেম্বর: ইসলামপুর থানার পমাইপুর জনকল্যান ক্লাবের পরিচালনায় ৮ দলীয় নক আউট ফুটবল প্রতিযোগিতার 'হোসেন স্মৃতি কাপ' ফাইনাল খেলা পমাইপুর হাই মাদ্রাসা মাঠে আয়োজিত হল। এই খেলায় মুখোমুখি হয়েছিল মুর্শিদাবাদ বেঙ্গল ও নাইজেরিয়ান। এদিন মাঠে খেলা দেখার জন্য ৫ হাজার দর্শকের উপচে পড়ার মতো দেখা গেল। খেলার প্রথম অর্ধে কোনো দলই খাতা খুলতে না পারলেও বিরতির পর মুর্শিদাবাদ বেঙ্গল ১০ মিনিটে ৩ টে গোল করে নাইজেরিয়ান দের ০ করে হারিয়ে দেয়। এদিন ডোমকল পৌরসভার পৌরপিতা সৌমিক হোসেন বলেন, জেলার ছেলেরা খেলাতে খুব আগ্রহী দেখে খুব ভালো লাগছে। তিনি চান খেলার মধ্য দিয়ে ছেলে আরো এগিয়ে যাক। কৃতীবান ছেলেদের জন্য সরকারী সাহায্যের ব্যাবস্থা করা হবে বলে জানান। এদিনের খেলার শেষে তিনি খেলোয়ারদের হাতে পুরস্কার তুলে দেন। বিজয়ী ও বিজিতদের হাতে ট্রফি ও সংশাপত্র দেওয়া হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইসলামপুর থানার ও সি অঞ্জন বাবু, ছাত্র নেতা ইমতেয়াজ কবির, কাউঞ্চিলর মাজেদুল সেখ, ক্লাবের সদস্যসহ আরো ব্যক্তিবর্গ।


No comments:
Post a Comment