09 September 2017

হরিহরপাড়ায় রেশন দোকানের গেটে তালা দিয়ে বিক্ষোভ দেখাল গ্রাহকরা



ওয়েবডেস্ক, রাকিবুল ইসলাম, বেলডাঙা, ৯ সেপ্টেম্বর : মুর্শিদাবাদ হরিহরপাড়ায় রেশন দোকানে নায্য সামগ্রী না পেয়ে বিক্ষোভ গ্রাহকদের। শনিবার সকাল ১০ টা নাগাদ হরিহরপাড়া থানার সহরবাসা গ্রামে কাজল রশিদ আহাম্মেদের রেশন দোকানে তালা মেরে বিক্ষোভ দেখায় গ্রাহকেরা। সূত্রের খবর, কাজল রশিদ আহাম্মেদ বরাবরই নায্য পরিমানে রেশন কোনও গ্রাহকেই দেয় না। রেশনের মাল কম দেওয়ার জন্য দুই বছর আগে এই ডিলারকে ছয় মাসের জন্য সাসপেন্ড করেছিল কর্তৃপক্ষ। গ্রাহক সাহাবুল সেখ জানায়, ' আমাদের প্রতিবারই রেশনের মাল কম দেয়। বারবার বলেও কোনও সুরাহা হয়নি। তাই আজ আমরা গেটে তালা ঝুলিয়ে বিক্ষোভ দেখাচ্ছি।' ঘটনাস্থলে পুলিশ প্রশাসন এসে বিষয়টি নিয়ে নিরপেক্ষ তদন্তের আশ্বাস দিলে বিক্ষোভ উঠে যায়।



No comments:

Post a Comment