ওয়েবডেস্ক, কিবরিয়া আনসারী, ডোমকল, ৯ সেপ্টেম্বর : অবৈধ সম্পর্কের জেরে স্বামীর হাতে খুন হল স্ত্রী। ঘটনাটি ঘটেছে শনিবার ১২ টা নাগাদ ইসলামপুর থানার অন্তর্গত রামচন্দ্রপুর গ্রামে। মৃতের নাম জহুরা বিবি (৩৫)। গত ১৫ বছর আগে জহুরা বিবির সঙ্গে আমজাদ সেখের বিয়ে হয়। এতদিন সবকিছুই ঠিকঠাক চলছিল। কিন্তু কিছুদিন থেকে অশান্তির সৃষ্টি হলে সে বাবার বাড়ি চলে যায়। কিছুদিন থাকার পর আবারও স্বামীর ঘরে ফিরিয়ে দেয় মৃতের ভাই। আমজাদ সেখ কাজ সূত্রে বিদেশেই থাকত। অন্য মেয়েদের সাথে সম্পর্ক ছিল আমজাদ সেখের। কখনও কাজ করেও টাকা পাঠাতো না বাড়িতে। কিন্তু যতটুকু টাকা পাঠাত তাতে কোনোমতে দিন চলতো তাদের। এইভাবে কিছু টাকা জমিয়েছিল জহুরা বিবি মেয়ের গহনা তৈরি করার জন্য। কেরালা থেকে ১০দিন আগে বাড়ি আসে আমজাদ সেখ। তার কাছে টাকা চাইলে সে দিতে অস্বীকার করে। এই টাকা পয়সা নিয়ে দুজনের মধ্যে বিবাদ বাধে যার ফলে জহুরা বিবিকে সে খুন করে। মৃতের মেয়ে রুবিয়া খাতুন বলে, আমাকে সকালবেলায় বাবা ফুসলিয়ে স্কুল পাঠায়। তারপর বাড়িতে একা পেয়ে মা'কে গলা টিপে বালিশ চাপা দিয়ে মেরে ফেলে। মৃতের ভাই সাইদার সেখ বলেন, আমার বোন ছিলো সাদাসিদে। কেননা তার স্বামী অন্য মেয়ের সাথে সম্পর্ক থাকা সত্বেও আমার বোন বাড়িতে থাকতে রাজি ছিল। কিন্তু খুন করবে এটা আমরা কখনও ভাবতে পারিনি। এই ঘটনার পরে ইসলামপুর থানার পুলিশ মৃত দেহটি উদ্ধার করে। মৃতের পরিবারের পক্ষ থেকে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।


No comments:
Post a Comment