ওয়েবডেস্ক, বেলডাঙা, ৯ সেপ্টেম্বর : বেলডাঙায় বাল্যবিবাহ রোধ করল পুলিশ প্রশাসন। শনিবার বিকেল ৪ টে নাগাদ বড়ুয়া উত্তরপাড়ায় গোপন সূত্রে খবর পেয়ে এস আই তন্ময় ভক্ত নেতৃত্বে পৌঁছে যায় পুলিশ প্রশাসন। বড়ুয়া উত্তরপাড়ার ফরমান সেখের মেয়ে কদবানু খাতুন বেলডাঙা শরৎপল্লী বালিকা বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী। কদবানু খাতুনের বিয়ে হওয়ার কথা ছিল ওই গ্রামের পেশায় রাজমিস্ত্রি ফারুক সেখের সঙ্গে। এদিন নাবালিকা মেয়ের মা আঙ্গুরা বিবি পুলিশ প্রাশাসনকে মুচলিকা দিলে পুলিশ তাদের ছেড়ে দেয়।


No comments:
Post a Comment