ওয়েবডেস্ক, রাকিবুল ইসলাম, হরিহরপাড়া, ১৪ সেপ্টেম্বর : মুর্শিদাবাদে হরিহরপাড়ায় পথ দুর্ঘটনায় মৃত হল এক বাইক আরোহীর। গুরুতর আহত হয় আরও এক। মৃতের নাম সিমারুল মালিত্যা (১৯)। আহতের নাম মুরসেলিম সেখ। তাদের বাড়ি হরিহরপাড়া থানার সাহাজাদপুরে। ঘটনাটি ঘটেছে বুধবার রাত ১১ টা নাগাদ হরিহরপাড়ার মামুদপুর এলাকায় বহরমপুর আমতলা রাজ্য সড়কে। গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে এই দুর্ঘটনা বলে জানা গেছে। স্থানীয় সূত্রে খবর, বুধবার রাত ১১ টা নাগাদ সিমারুল মালিত্যা তার বন্ধু মুরসেলিম সেখের সঙ্গে আমতলা থেকে বাইকে করে বাড়ি ফিরছিল। সেই সময় হাল্কা বৃষ্টি হওয়ায় রাস্তা পিছল ছিল। গাড়ির গতি বেশি থাকায় নিয়ন্ত্রণ হারিয়ে ছিটকে পড়ে যায় তারা। ঘটনাস্থলে মারা যায় সিমারুল। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা মুরসেলিম সেখকে বহরমপুর মেডিকাল হাসপাতাল নিয়ে গেলে চিকিৎসকেরা তাকে কোলকাতা নীলরতন হাসপাতালে স্থানান্তর করে। সে এখন ওই হাসপাতালে চিকিৎসাধীন।


No comments:
Post a Comment