19 September 2017

পারিবারিক বিবাদের জেরে ধারালো অস্ত্রের আঘাত ভাইপোকে কাকিমার



ওয়েবডেস্ক, সাহেব, ডোমকল, ১৯ সেপ্টেম্বর : মঙ্গলবার মুর্শিদাবাদ জেলার ডোমকলে পুরনো পারিবারিক বিবাদের জেরে ভাইপোকে ধারালো অস্ত্রের আঘাত কাকিমার। ঘটনাটি ঘটেছে ডোমকল থানার বাজিতপুর গ্রামে। ঘটনার পর থেকেই চাঞ্চল্য এলাকায়। সূত্রে খবর ডোমকলের বাজিতপুর দাসপাড়াতে মায়ের সঙ্গে থাকে একমাত্র ছেলে রাজা দাস(২৩)। এই ঘটনায় আহত রাজা জানাই, 'বাবা মারা যাবার পর থেকেই দীর্ঘদিন ধরে পারিবারিক দ্বন্দ্বের কারনে কথা বলা-বলি নেই কাকাদের সাথে। হঠাৎ আজ একটি কাজের জন্য কাকার বাড়ির দিকে যেতেই কাকিমা ধারালো অস্ত্র দিয়ে আঘাত করতে থাকে। বাঁধা দিতে গেলে কাকিমার সাথে মিলে দুই কাকা মিলন দাস, কুন্ডু দাস ও আমাকে মারধোর করে।' এই ঘটনায় ডোমকলের এক পুলিশ আধিকারিক বলেন, ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সেখান থেকে জখম  রাজা দাসকে উদ্ধার করা হয়েছে এবং চিকিৎসার জন্য তাকে ডোমকল মহকুমা হাসপাতালে নিয়ে হয়েছে। এই ঘটনায় জখম যুবক তিনজনের নামে অভিযোগ করেছে।


No comments:

Post a Comment