ওয়েবডেস্ক, কিবরিয়া আনসারী, ডোমকল, ১৯ সেপ্টেম্বর: ডোমকলে লরির চাকায় পৃষ্ট হয়ে মৃত্যু হল দশম শ্রেণির ছাত্রের। মৃতের নাম রোমান সেখ (১৮)। মৃত ছাত্রের বাড়ি জলঙ্গী থানার সরকার পাড়া গ্রামে। জানা গিয়েছে চুয়াপাড়া দুর্লভের পাড়া বিদ্যানিকেতনের দশম শ্রেণির ছাত্র সে। ঘটনাটি ঘটেছে সোমবার বিকেল ৫ টা নাগাদ জলঙ্গী-করিমপুর রাজ্য সড়কের চুয়াপাড়া মোড়ে। স্থানীয় সূত্র খবর পাঠ বোঝায় ৬ চাকার একটি লরি করিমপুরের দিকে যাচ্ছিল। সেই সময় ওই যুবক জলঙ্গী থেকে কাজ সেরে বাড়ি ফিরছিল। লরির পাশ কেটে বেরনোর সময় লরির সাথে ধাক্কা লেগে ছিঁটকে চাকার তলে পড়ে যায়। লরির চাকা মাথার উপর দিয়ে চলে যায়। সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে মৃত্যু হয় তার। মৃতের ভাই হুমায়ন সেখ বলেন, আমার ভাই বাজার থেকে বাড়ি ফিরছিল। তখন চোয়াপাড়াতে এই দুর্ঘটনা ঘটে। জলঙ্গী থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে এসে মৃত দেহটি থানায় নিয়ে যায়। পুলিস সূত্রে জানা যায় অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত চলছে।


No comments:
Post a Comment