ওয়েবডেস্ক,কিবরিয়া আনসারী, ডোমকল, ১৯ সেপ্টেম্বর : বাংলার আবাস যোজনা, প্রধানমন্ত্রী আবাস যোজনা, ইন্দা আবাস যোজনা এই সমস্ত প্রকল্পের ২০১৩-১৪, ২০১৪-১৫, ২০১৫-১৬, এবং ২০১৬-১৭, সালের বাড়ি করার জন্য প্রথম কিস্তির টাকা পেয়েও যারা বাড়ি তৈরি করেননি তাদের উদ্দেশ্যে ডোমকল বিডিও অফিস একটি নোটিশ জারি করেছে। নোটিশে বলা হয়েছে ৫ দিনের মধ্যে বাড়ি তৈরির কাজ শুরু না করলে টাকা ফেরত দিতে হবে। নতুবা তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহন করবেন ডোমকল বিডিও। আজ ডোমকলের সমষ্টি উন্নয়ন আধিকারিক টি জি ভুটিয়া ভগীরথপুর এলাকা পরিদর্শনে যান। তিনি পুরো এলাকা ঘুরে ঘুরে দেখেন এবং যারা বাড়ি তৈরির টাকা পেয়েও বাড়ি তৈরী কাজ শুরু করেনি তাদের নোটিশ ধরিয়েছেন। টি জি ভুটিয়া বলেন, 'আমি এলাকা পরিদর্শনে গিয়ে অনেকগুলো বাড়ি ঘুরে দেখি। অনেকের বাড়ি তৈরি সম্পূর্ণ হয়ে গিয়েছে তবু তারা প্রথম কিস্তির টাকা পায়নি। খুব দ্রুত আমরা তাদের প্রথম কিস্তির টাকা দেব এবং যারা টাকা পেয়েও বাড়ি করেননি তাদের ৫ দিনের মধ্যে কাজ শুরু না করলে টাকা ফেরতের নিদের্শ দেওয়া হয়েছে।'


No comments:
Post a Comment