17 September 2017

ডোমকলে দ্বিতীয় শ্রেণির ছাত্রীর রহস্য মৃত্যু, এলাকায় চাঞ্চল্য


ওয়েবডেস্ক, কিবরিয়া আনসারী, ডোমকল, ১৭ সেপ্টেম্বর: ডোমকলে দ্বিতীয় শ্রেণির ছাত্রের রহস্য মৃত্য। এই ঘটনার এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। ঘটনাটি ঘটেছে আজ সকাল ৫ নাগাদ ডোমকল থানার বর্তনাবাদ গ্রামে। মৃত ছাত্রীর নাম সাফিয়া খাতুন (৭)। গতকাল চার ভাইবোন মিলে মাঠে কাঁঠালের পাতা কাটতে যায়। পাতা কেঁটে তিন ভাই বাড়ি ফিরলেও সে বাড়ি ফেরেনি। তারপর বিকাল থেকেই নিখোঁজ হয়ে যায় সাফিয়া। সন্ধ্যা নামতেই পরিবারের আত্মীয়রা খোঁজাখুজি করতে শুরু করে। সারাটা দিন খোঁজাখুজি করার পরও তার কোনো খোঁজ মেলেনি। অবশেষে আজ সকাল ৫ টা নাগাদ বাড়ি থেকে ১০০ মিটার দূরে একটি বাগানে তার ক্ষতবিক্ষত দেহ উদ্ধার করে গ্রামবাসীরা। মৃতের মামা সেলিম বিশ্বাস বলেন, গতকাল চার ভাই বোন মিলে একসঙ্গে মাঠে পাতা কাটতে যায়। তিন ভাই বাড়ি চলে আসে। কিন্তু সন্ধ্যা হয়ে গেলেও সাফিয়া বাড়ি আসেনি। তারপর আমরা গ্রামের চারপাশ খোঁজাখুজি করেও তাকে পায়নি। আজ সকালে গ্রামের একটি বাগানে পাতা দিয়ে ঢাকা অবস্থা এক ব্যক্তি মৃত দেহটি দেখতে পায়। আমাদের খবর দিলে ছুটে গিয়ে দেখি পাতা দিয়ে ঢাকা অবস্থা তার পা দুটো বেরিয়ে মাটিতে লুটিয়ে পড়ে রয়েছে। তারপর সেখান থেকে তাকে বাইরে নিয়ে এসে দেখি তার বুকে ভুজালি দিয়ে আঘাতের চিহ্ন। মৃতের বাবা রেজাবুল সেখ বলেন, আমি জানিনা কে বা কারা কেনো এইভাবে আমার মেয়েকে হত্যা করল। পুলিশ সূত্রে জানা যায়, মৃতের পরিবার এখনো কোনো লিখিত অভিযোগ দায়ের করেনি। অভিযোগ করলে ঘটনার তদন্ত শুরু হবে।



No comments:

Post a Comment