ওয়েবডেস্ক, হরিহরপাড়া, ১৯ সেপ্টেম্বর : মুর্শিদাবাদ হরিহরপাড়ায় অনুষ্ঠিত হল ব্লক স্তরীয় ক্রীড়া প্রতিযোগিতা। সোমবার মুর্শিদাবাদ জেলা নেহেরু যুব কেন্দ্রের পরিচালনায় ও ডাল্টনপুর মিত্র সংঘের সহযোগিতায় সর্বসাধারণের বিভাগের দুই দিন ব্যাপি এই ক্রীড়া অনুষ্ঠিত হয় হরিহরপাড়া কৃষক বাজার ময়দানে। এদিন দৌড় প্রতিযোগিতা, উচ্চ লম্ফন, শটপট, দীর্ঘ লম্ফন, ভলিবল, কাবাডি খেলা হয়। স্থানাধীকার খেলোয়াড়দের সার্টিফিকেট সহ পুরস্কৃত করা হয়। উপস্থিত ছিলেন নেহেরু যুব আধিকারীক দ্বারিকা প্রসাদ জাজু, হরিহরপাড়া বিডিও পূর্ণেন্দু স্যানাল, পঞ্চায়েত সমিতির সভাপতি সিনামন খাতুন সহ বিশিষ্টরা।


No comments:
Post a Comment