ওয়েবডেস্ক, সাহেব ,ইসলামপুর, ১৭ সেপ্টেম্বর : রবিবার মুর্শিদাবাদ জেলার ডোমকলের ইসলামপুরে প্রতিবেশীর হাতে খুন অন্য এক প্রতিবেশী। ঘটনাটি ঘটেছে ইসলামপুরে ব্যবসার নিয়ে বচসা জেরে খুন এক প্রতিবেশীসলামপুর থানা এলাকার শিবকৃষ্ণপুরে। পুলিশ সূত্রে জানা গিয়েছে মৃতের নাম জগদীশ চন্দ্র মন্ডল(৫০)। বাড়ি ইসলামপুরের শিবকৃষ্ণপুর ঘুগুপাড়াতে। স্থানীয় সূত্রে খবর, এদিন সন্ধ্যের সময় বাড়ির বাইরে একটি মোড়ে বসেছিলেন জগদীশ চন্দ্র মন্ডল। তখনই হঠাৎ করে পশুপতি মন্ডল নামে তার বিগত দিনের ব্যবসায়ী পার্টনার কাছে এসে পুরনো ব্যবসার টাকা নিয়ে কথা বললে দুজনের মধ্যে বচসার সৃষ্টি হয়। তারই জেরে উত্তেজিত হয়ে পশুপতি মন্ডল একটি ধারাল অস্ত্রের কোপ বসিয়ে দেন জগদীশ মন্ডলের বুকে। এই ঘটনায় রক্তাক্ত অবস্থা ঘটনাস্থলেই পড়ে মারা যান জগদীশ মন্ডল। ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃত দেহটি উদ্ধার করে আনে এবং অভিযুক্তর খোঁজে তল্লাশি চালাচ্ছে এলাকায়।


No comments:
Post a Comment