ওয়েবডেস্ক, রাকিবুল ইসলাম, হরিহরপাড়া, ১৬ সেপ্টেম্বর : হরিহরপাড়ায় চুরি করতে গিয়ে ধরা পড়ল যুবক। যুবকের নাম রাজিবুল সেখ। তার বাড়ি হরিহরপাড়া থানার মালোপাড়া গ্রামে। শনিবার সকাল ১০ নাগাদ হরিহরপাড়া থানার গাড়িনামা সংলগ্ন এলাকা থেকে সাইকেল নিয়ে পালাতে গিয়ে হাতেনাতে ধরে ফেলে স্থানীয় লোকজন। এলাকাবাসী মগফির আলম সেখ বলেন, 'আমাদের এখানে বেশ কদিন থেকেই বিভিন্ন জিনিস চুরি হয়ে যাচ্ছিল। আজ আমরা এই যুবককে সাইকেল নিয়ে চুরি করে পালাতে দেখে ধরে ফেলি এবং তাকে একটি খুঁটিতে বেঁধে রাখে ও পুলিশকে খবর দিয়। পুলিশ এসে তাকে নিয়ে যায়।'


No comments:
Post a Comment