ওয়েবডেস্ক, রাকিবুল ইসলাম, হরিহরপাড়া, ১৬ সেপ্টেম্বর : হরিহরপাড়ায় অস্ত্রসহ ধৃত একজন। ধৃতের নাম আবুবাক্কার সেখ সেখ(২৭)। তার বাড়ি দৌলতাবাদ থানার নওদাপাড়ায়। শুক্রবার রাত ৯ টা নাগাদ হরিহরপাড়া থানার হোসেনপুর থেকে আটক করে তাকে পুলিশ। শনিবার সকাল ১১ টা নাগাদ তাকে আদালতে তোলা হয়। পুলিশ সূত্রের খবর, শুক্রবার রাতে সন্দেহজনক ভাবে হরিহরপাড়া থানার হোসেনপুর গ্রামের সুন্দরি বিল সংলগ্ন এলাকা থেকে পুলিশ আবুবাক্কারকে আটক করে। তাকে জিজ্ঞাসাবাদ করে ওই এলাকা থেকেই একটি মাস্কেট ও একটি গুলি পাওয়া গেছে।


No comments:
Post a Comment