ওয়েবডেস্ক, সাহেব , দৌলতাবাদ , ১৫ সেপ্টেম্বর : নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল যাত্রী বোঝায় বাস মুর্শিদাবাদের দৌলতাবাদে। জখম ৪৩ ও মৃত ১ যাত্রী। ঘটনাটি ঘটেছে শুক্রবার মুর্শিদাবাদ জেলার দৌলতাবাদ থানা এলাকায়। স্থানীয় সূত্রে জানা গেছে, এদিন সকালে ১১ টা নাগাদ মুর্শিদাবাদের বক্সিপুর থেকে ভায়া ডোমকল হয়ে বহরমপুরগামী একটি বেসরকারি বাস পথে ইসলামপুর পেরিয়ে চৌদ্দ-মাইল মোড়ে নিয়ন্ত্রণ হারিয়ে মাঝপথেই উল্টে যায়। যাত্রীদের মর্মান্তিক চিৎকার শুনে ঘটনাস্থলে ছুটে আসেন স্থানীয় মানুষ। তাদেরকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে ইসলামপুর হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়। তবে সেখানে গিয়ে বাসযাত্রীদের শারীরিক অবস্থার অবনতি ঘটলে সেখান থেকে ২৬ জনযাত্রীকে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাবার পথে মারা যায় ১ জন, তার নাম জানা যায়নি। বাকিরা চিকিৎসাধীন ইসলামপুর হাসপাতালে। স্থানীয় বাসিন্দা সাহিন আহাম্মেদ রনি জানান, 'সকালের দিকে আমি যখন মোড়ে দাড়িয়ে ছিলাম তখন একটা বিকট শব্দ পেয়ে আমরা কয়েকজন ঘটনাস্থলে ছুটে যায় সেখানে বাস দুর্ঘটনাগ্রস্থ যাত্রীদের উদ্ধার করে আমরা চিকিৎসার জন্য পাঠাবার ব্যবস্থা করি। স্কুলের সময় গাড়িটির সময় নির্ধারণ থাকার ফলে এই বাসের যাত্রীরা ছিল বেশীরভাগই শিক্ষক ও পড়ুয়া। তারাই গুরুতর জখম হয়েছে।' রাস্তার বেহাল দশা ও বাসের তীব্র গতির কারনেই এই দুর্ঘটনা বলে জানা গেছে। বাসটিকে আটক করেছে দৌলতাবাদ থানার পুলিশ।


No comments:
Post a Comment