16 September 2017

অবশেষে উদ্ধার হল পদ্মা নদীতে স্নান করতে গিয়ে নিখোঁজ যুবকের মৃত দেহ


ওয়েবডেস্ক, সাহেব, ডোমকল, ১৬ সেপ্টেম্বর : বন্ধুদের সঙ্গে স্নান করতে গিয়ে পদ্মা নদীতে নিখোঁজ হওয়া যুবকের মৃত দেহ উদ্ধার হল ২৭ ঘন্টা পর। শনিবার দিন বিকেলে ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদ জেলার ডোমকলের জলঙ্গি থানা এলাকার জয়কৃষ্ণপুর গ্রামে। পুলিশ সূত্রে জানা গিয়েছে নিখোঁজ যুবকের নাম আসিক সেখ (২০)। তার বাড়ি জয়কৃষ্ণপুর গ্রামের ঘাটপাড়াতে। গত শুক্রবার দুপুরে  বন্ধুদের সঙ্গে স্নান করতে পদ্মা নদীতে গিয়েছিল ওই যুবক। সেখানে স্নানের জন্য নেমেই জলের তলায় তলিয়ে যায় যুবক। সেই ঘটনার জানাজানি হলে গ্রামের মানুষ সাহায্যের জন্য ছুটে আসে ঘাটের কাছেই থাকা চর-ভদ্রা বিএসএফ ক্যাম্পে এবং খবর দেওয়া হয় পুলিশকে। ঘটনার কথা জানতে পেরেই বিএসএফ ও জলঙ্গি থানার পুলিশ যৌথ ভাবে স্পিড বোট নিয়ে রাত আটটা পর্যন্ত চালায় তল্লাশি। তাতে ও যুবকের কোন খোঁজ পাওয়া না গেলে শনিবার সকালে খবর দেওয়া হয় সিভিল ডিফেন্সের কর্মীদের। তাদের টানা পাঁচ  ঘন্টা তল্লাশি চালাবার পরই ঘটনাস্থলের কিছুটা দূর থেকে উদ্ধার হয় যুবকের মৃতদেহ। ঘটনায় শোকের ছায়া নেমেছে এলাকায়।


No comments:

Post a Comment