ওয়েবডেস্ক, কিবরিয়া আনসারী, ডোমকল, ৪ আগস্ট : ডোমকলে ডেঙ্গু আতঙ্কে ভুগছে এলাকাবাসী। মুর্শিদাবাদ জেলার ডোমকল পৌরসভার ১২ নং একটি গুরুত্বপূর্ণ ওয়ার্ড। ১২ নং ওয়ার্ডের পশ্চিম কারিকর পাড়ায় প্রায় ৩ টি বড়ো পুকুর রয়েছে। ডোমকল বাজারটি এই ওয়ার্ডের মধ্যে। বাজারের সমস্ত নোংরা, আবর্জনা ফেলার জন্য মূলত ব্যবহার করা হয় এই পুকুরগুলিকে। নোংরা, আবর্জনা হল মশার আতুর ঘর আর এখান থেকেই জন্ম নিচ্ছে ডেঙ্গু ছড়ানো মশা। ডেঙ্গুর প্রকোপকে রুখতে ব্যর্থ হচ্ছে পুরসভা। এলাকায় ডেঙ্গু প্রতিরোধ না হওয়ায় আতঙ্কে দিন কাটাচ্ছে স্থানীয়রা। স্থানীয় বাসিন্দা আব্দুল গনি বলেন, 'পঞ্চায়েতের সময়কাল থেকেই পুকুরগুলো এমন অবস্থায় পড়ে রয়েছে। এখানে প্রায় একশো পরিবারের বসবাস। আমরা নোংরা, আবর্জনার গন্ধে থাকতে পারি না। এই মশার কামড়ে অনেকেই অসুস্থ হয়ে পড়েছে। অনেক বার প্রশাসনকে জানানোর পরেও কোনো কাজ হয়নি।' ডোমকল পৌরসভার ১২ নং ওয়ার্ডের কাউন্সিলার আলম খান বলেন, 'আমাদের নতুন পৌরসভা। আস্তে আস্তে সব কাজ করারর চেষ্টা করছি। তবে মশা বাহিত ডেঙ্গু রোগ রোধ করার জন্য আমাদের কাজ চলছে। আমি দায়িত্ব নিয়ে পুকুর সংস্কারের জন্য প্রয়োজনীয় দ্রুত ব্যবস্থা নিব এবং দ্রুত সমস্যা সমাধানের চেষ্টা করবো।'


No comments:
Post a Comment