11 August 2017

বেলডাঙায় খুচরো পয়সা না নেওয়াকে কেন্দ্র করে দোকান ভাঙ্গচুর ও ব্যবসায়ীকে মারধর

 

ওয়েবডেস্ক, বেলডাঙা, ১১ আগস্ট : সমস্যা এখন খুচরো পয়সা নিয়ে। হাটেবাজারে কেউ সচরাচর খুচরো পয়সা নিতে চাইছে না। রাজ্য জুড়ে খুচরো পয়সা নিয়ে সাধারণ মানুষ জেরবার। সরকারী ভাবে কোন ঘোষণা না থাকা সত্বেও বাজারে খুচরো পয়সা অচল। আর খুচরো পয়সা না নেওয়াকে কেন্দ্র করে ভাঙচুর হল দোকান এবং মারধর করা হল ব্যবসায়ী সহ তার পরিবারকে। যদিও ব্যবসীকের দাবি, পুরনো আক্রোশের জেরে দুষ্কৃতিরা তার দোকানে হামলা চালিয়েছে। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার রাত ৯ টা নাগাদ মুর্শিদাবাদ জেলার বেলডাঙা থানা এলাকার সরুলিয়া গ্রামে। আহত ব্যবসীকের পরিবারকে প্রতিবেশীরা বেলডাঙা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসার পর তাদের ছেড়ে দেওয়া হয়। অাহত ব্যবসীকের পরিবার অভিযুক্তদের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছেন।
জানা গেছে, বৃহস্পতিবার রাত ৯ টা নাগাদ ফুলচাঁদ সেখ ও তার কয়েকজন বন্ধুরা মিলে দোকানে মাল কিনতে আসে। দোকানে মাল বিক্রি করছিলেন মহিলা ব্যবসীক রওসোন্নারা বিবি। খুচরো পয়সা না নিতে চাওয়ায় রওসোন্নারা বিবির সঙ্গে ফুলচাঁদ সেখ ও তাদের বন্ধুদের মধ্যে বচসা শুরু হয়। বচসা শুনে বাড়ির ভেতর থেকে মহিলা ব্যবসীকের স্বামী সামসুল সেখ বেরিয়ে আসলে তিনিও বচসায় জড়িয়ে পড়ে। বচসার জেরে ফুলচাঁদ সেখ ও তার বন্ধুরা দোকান ভাঙ্গচুর করে এবং রওসোন্নারা বিবি ও তার স্বামী সামসুল ইসলামকে বেধড়ক মারধর করেন। গ্রামবাসী আকসার আলী বলেন, 'সরকার ঘোষণা না দেওয়ার সত্ত্বেও রওসোন্নারা বিবি তার স্টেশনারি দোকানে খুচরো পয়সা নেওয়া বন্ধ করে দিয়েছে। আজ ফুলচাঁদ সেখ ও তার বন্ধুদের সঙ্গে খুচরো পয়সা না নিলে, তারা দোকান ভাঙচুর ও মারধর আরম্ভ করে দেয়।' পুলিশ বিষয়টি নিয়ে তদন্ত চালাচ্ছে।


No comments:

Post a Comment