04 August 2017

রানীনগর থানার পুলিশের তৎপরতায় ফের উদ্ধার ৫২৫ বোতল ফেনসিডিল।



ওয়েবডেস্ক, কিবরিয়া আনসারী, ডোমকল, ৪ আগস্ট : ফের মুর্শিদাবাদ জেলার রানীনগর থানার পুলিশের তৎপরতায় উদ্ধার ৫২৫ বোতল ফেনসিডিল।বৃহস্পতি বার সন্ধ্যা নাগাদ অমর মন্ডল নামে এক ব্যক্তি ৫২৫ বোতল ফেনসিডিল বাংলাদেশ বর্ডার পাচার করছিল। পুলিশ সূত্রে জানা যায়, অভিযুক্ত অমর মন্ডলের (৩২) রাণীনগরের চর মুন্সিপাড়ায় তার বাড়ি। রানীনগর থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে বাংলাদেশ পাচারের আগেই রাণীনগরের চর রাজাপুর পশ্চিম কলোনি থেকে অমর মন্ডলকে গ্রেপ্তার করে। ওই ব্যাক্তির কাছ থেকে প্রায় ৫২৫ বোতল নিষিদ্ধ কফ উদ্ধার করা হয়েছে। রানীনগর থানার ওসি অরূপ কুমার রায় বলেন, 'অমর মন্ডলের সঙ্গে আর অন্য কোন পাচারকারীর যোগ আছে কিনা সেই ব্যাপারটা খতিয়ে দেখা হচ্ছে।' অভিযুক্তকে আজ লালবাগ মহকুমা আদালতে তোলা হবে।


No comments:

Post a Comment