ওয়েবডেস্ক, বেলডাঙা, ১১ আগস্ট : সাধারণ মানুষের ন্যায্য মৌলিক আধিকারের দাবিতে গণ-ডেপুটেশন জমা পড়ল বেলডাঙা-১ ব্লকে। শুক্রবার বিকেল ৩ টা নাগাদ ১১ দফা দাবি নিয়ে অরাজনৈতিকভাবে বেলডাঙার আমজনতারর পক্ষ থেকে এক স্মারক লিপি জমা দেয় বিডিও শুভ্রাংশু মণ্ডলকে। তাদের প্রধান দাবি ছিল - এলাকার রেশন ডিলাররা অবাধে রেশনমাল যেভাবে খোলা বাজারে চড়া দামে বিক্রি করছে তা অবিলম্বে বন্ধ করতে হবে। যাদের খাদ্য সুরক্ষা কার্ড হয়নি তাদের অবিলম্বে খাদ্য সুরক্ষা কার্ড দিতে হবে। এলাকার উন্নয়নের নামে যে টাকা আসছে তা নেতাদের মধ্যে ভাগাভাগি না করে এলাকার উন্নয়নের কাজে খচর করতে হবে। সরকার থেকে গরীব মানুষের নামে আসা ঘর টাকার বিনিময়ে অন্যজনকে দেওয়া চলবে না। নিত্য প্রয়োজনীয় জিনিসের বাজারদর নিয়ন্ত্রণ করতে হবে। বিক্ষোভকারী তোজাম্মেল হক বলেন, 'নেতা-মেম্বাররা ও প্রশাসনের অশুভ আতাঁত, ভিখারীর ভিক্ষা কেড়ে নিয়ে এবার ভিখারীর ঝুলি ছিনিয়ে নেবার চক্রান্ত চালাচ্ছে। তাই আমরা বেলডাঙার সাধারণ মানুষ এক হয়ে আজকের বিক্ষোভ ও ডেপুটেশন কর্মসূচি গ্রহণ করেছি।'


No comments:
Post a Comment