24 August 2017

ঐতিহাসিক তিরাঙ্গা মার্চের প্ল্যাটিনাম জুবিলী উপলক্ষ্যে শোভাযাত্রা নওপুকুরিয়া হাই স্কুলের


ওয়েবডেস্ক, বেলডাঙা, ২২শে আগস্ট : ঐতিহাসিক তিরাঙ্গা মার্চ, অর্থাৎ ১৯৪২ সালের ভারত ছাড়ো আন্দোলনের ৭৫ বছর পূর্তি উৎযাপন উপলক্ষ্যে নওপুকুরিয়া জানকীনাথ যদুনাথ উচ্চ বিদ্যালয় (উঃ মাঃ)-এর এন.এস.এস শাখা একটি বর্ণাঢ্য শোভাযাত্রার অায়োজন করে।
একাদশ ও দ্বাদশ শ্রেণি ৬৪ জন সদস্য ছাত্র ও ৯৫ জন সদস্যা ছাত্রী সহ প্রায় তিন শতাধিক ছাত্রছাত্রী পদযাত্রায় অংশগ্রহণ করে। পদযাত্রা শেষে নিজস্ব সভাগৃহে ঐতিহাসিক ভারত ছাড়ো অান্দোলন ও তিরাঙ্গা মার্চের তাৎপর্য বিষয়ক একটি অডিও ভিস্যুয়াল আলোচনা সভার অায়োজন করা হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন বিদ্যালয়ের পরিচালন সমিতির সভাপতি শ্রী বিশ্বনাথ ভট্টাচার্য। বিষয়ের উপর আলোচনা করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মৃগাঙ্ক মৌলি বিশ্বাস, সহ-শিক্ষক জিয়াউল হক, সহ-শিক্ষক মহঃ রাজীব হাসান প্রমূখ। সমগ্র অনুষ্ঠানটির তত্ত্বাবধানায় ছিলেন এন. এস. এস -এর প্রোগ্রাম অফিসার অমিত কুমার মণ্ডল। 


No comments:

Post a Comment