ওয়েবডেস্ক, বেলডাঙা, ২৫ আগস্ট: মুর্শিদাবাদ জেলার রেজিনগরে জাতীয় সড়ক দুর্ঘটনায় মৃত এক বাইক আরোহী। স্করপিও গাড়ির সঙ্গে বাইকের মুখোমুখি সংঘর্ষে দুর্ঘটনাটি ঘটে। মৃতের নাম রাজু সেখ (২৪)। তার বাড়ি বেলডাঙা থানা এলাকার মির্জাপুর গ্রামে। ঘটনাটি ঘটছে বৃহস্পতিবার রাত এগারোটা নাগাদ রেজিনগর থানার দাদপুর সংলগ্ন এলাকায়। পুলিশ স্করপিও গাড়িটিকে আটক করেছে। তবে চালক পলাতক। স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাত দশটা নাগাদ রাজু সেখ বিশেষ কাজে রেজিনগর যাওয়ার উদ্দেশ্যে বাইক নিয়ে বাড়ি থেকে বের হয়। পথে রেজিনগর থানার দাদপুর সংলগ্ন এলাকার ৩৪ নং জাতীয় সড়কে কোলকাতাগামী স্করপিও গাড়ির সঙ্গে তার মুখোমুখি সংঘর্ষ হয়। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা রাজু সেখকে বেলডাঙা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে আসে। সেখানেই চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষনা করেন। পুলিশের এক আধিকারিক জানান, 'মৃত যুবককে ময়নাতদন্তের জন্য আমরা বহরমপুর মেডিকাল কলেজ হাসপাতালে পাঠিয়েছি এবং ঘাতক গাড়িটিকে আটক করেছি।'


No comments:
Post a Comment