23 August 2017

রাস্তা অবরোধকে কেন্দ্র করে যানজট আলিপুরদুয়ার শহরে



ওয়েবডেস্ক, আলিপুরদুয়ার ২৩ আগস্ট : বুধবার আলিপুরদুয়ার শহরে রাস্তা অবরোধকে কেন্দ্র করে ব্যাপক যানজট সৃষ্টি হয়। অসম গেট থেকে নবীন ক্লাব পর্যন্ত রাস্তা বেহাল, রেলওয়ে ওভারব্রিজ নির্মানের দরুন রাস্তার বেহাল পরিনতি হয়েছে। অবিলম্বে রাস্তা সংস্কারের দাবিতে আলিপুরদুয়ার অভিভাবক মঞ্চ দেড় ঘন্টা পথ অবরোধ করে। অবরোধে সামিল হন স্থানীয় বাসিন্দারাও। এই অবরোধের দরুন প্রচুর গাড়ি আটকে যাওয়ায় ব্যাপক যানজটের সৃষ্টি হয়। মুখ্য বাস্তুকার প্রয়োজনীয় আশ্বাস দিলে পথ অবরোধ উঠে য়ায়। পুলিশ প্রশাসন এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

No comments:

Post a Comment