23 August 2017

ডোমকলে সবুজ সাথী প্রকল্পের সাইকেল না পেয়ে পথ অবরোধ করল ছাত্রীরা



ওয়েবডেস্ক, কিবরিয়া আনসারী, ডোমকল, ২৩ আগষ্ট: গত তিন বছর থেকে সবুজ সাথী প্রকল্পের সাইকেল না পাওয়ায় ডোমকল ব্লকের  রায়পুর হাইস্কুলের দ্বাদশ শ্রেণির ছাত্রীরা স্কুলের সামনে বিক্ষোভ দেখাল। এদিন ১১টা নাগাদ থেকে স্কুলের সামনে বিক্ষোভ দেখালে কিছুক্ষণ পর ডোমকল থেকে বক্সীপুর রাজ্য সড়কের কাটাকোপরা বাজারে পথ অবরোধ করে বসে ছাত্রীরা। ছাত্রীদের মুখে এদিন শুধু শোনা গেল সাইকেল চাই, সাইকেল চাই শ্লোগান। ছাত্রীদের দাবি একই শ্রেণির ছাত্রদের সাইকেল দেওয়া হয়েছে। তাদের কেন দেওয়া হল না। দ্বাদশ শ্রেণির এক ছাত্রী খুশিনা খাতুন বলে, 'দ্বাদশ শ্রেণির ছাত্ররা সাইকেল পেল আমরা কেন পেলাম না। আমরা অনেকবার প্রধান শিক্ষককে জানিয়ে কোনো সুরাহা হয়নি। ফলে আমরা আজ এই বিক্ষোভ কমসূচি গ্রহন করেছি।' স্কুলের প্রধান শিক্ষক মহঃ মোহনলাল সেখ বলেন,'আমরা এই সাইকেল না পাওয়ার ব্যাপারে উর্ধ্বতন পক্ষকে জানানো সত্বেও কোনরকম আশ্বাস পায়নি। ডোমকলের বিডিও বলেন, আমাদের এখন তৃতীয় পর্যায়ে সাইকেল দেওয়া হচ্ছে। আমি ৮ হাজার সাইকেলের জন্য প্রশাসনকে জানিয়েছি। আমাকে ৫ হাজার সাইকেল দেওয়া হয়েছে। বাকি ৩ হাজার সাইকেল পেলেই মেয়েদের সাইকেল দেওয়া শুরু করব।' অবশেষে ডোমকল থানার এএসআই অফিসার মহঃ আলি বাবু বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে নিয়ে গিয়ে পরিস্থিতি নিয়ন্তনে আনে।


No comments:

Post a Comment