ওয়েবডেস্ক, রাকিবুল ইসলাম, হরিহরপাড়া, ২৩ আগস্ট: মুর্শিদাবাদের হরিহরপাড়ায় বিনামূল্যে চক্ষু পরীক্ষা ও চক্ষুছানি অপারেশন শিবির আয়োজন করল সুশ্রুত আই ফাউন্ডেশন এন্ড রিসার্চ সেন্টারের সহযোগিতায় হরিহরপাড়ার থানা। বুধবার এই শিবির আয়োজন হয় থানা প্রাঙ্গনে। উপস্থিত ছিলেন হরিহরপাড়া থানার ওসি কার্তিক মাজি, বিশিষ্ট সাংবাদিক হাতিমুল ইসলাম সহ বিশিষ্টরা।


No comments:
Post a Comment