15 August 2017

এবার থেকে সব বাস দাঁড়াবে রেজিনগরের দাদপুরে



ওয়েবডেস্ক, নিজামুদ্দিন সেখ, রেজিনগর, ১৫ আগস্ট : এলাকাবাসীর দীর্ঘ দিন থেকে দাবি করে আসছিল সব বাস যাতে দাদপুরে দাঁড়ায়। ভারতের ৩৪ নং জাতীয় সড়ক (বর্তমান ১২ নং জাতীয় সড়ক) নদীয়া থেকে মুর্শিদাবাদ জেলায় প্রবেশ করেছে রেজিনগর থানার দাদপুর একালার উপর দিয়ে। দাদপুর নবাবি আমলের প্রসিদ্ধ স্থান। ইংরেজ আমলের নীলকুঠির ধ্বাংসাবশেষ আজও বিদ্যমান। তাসত্ত্বেও এখানে কোন সরকারি এবং বেসরকারি এক্সপ্রেস বাস দাঁড়ানোর অর্ডার ছিল না। বেসরকারি লোকাল বাস দাদপুর মানুষের একমাত্র ভরসা ছিল। আবার কাছাকাছি নেই কোন রেলস্টেশন। প্রায় দীর্ঘপথ পেরিয়ে বেলডাঙা কিংবা রেজিনগর যেতে হত স্টেট বাস বা ট্রেন ধরার জন্য। ফলে দূরগামী প্যাসেঞ্জারদের নিত্যদিন নানান অসুবিধার সন্মুখীন হতে হত, নিদিষ্ট সময়ে গন্তব্যস্থলে পৌঁছাতে পারত না। দাদপুরবাসীর যাতায়াতের এই দুর্ভোগ মিটাতে এগিয়ে এলেন এখানকার বিধায়ক রবিউল আনম চৌধুরী। আজ মঙ্গলবার ফিতে কেটে আনুষ্ঠানিকভাবে সেই সমস্যার চিরতরে সমাধান করলেন তিনি। এখন থেকে সমস্ত সরকারি ও বেসরকারি বাস দাঁড়াবে দাদপুর বাসস্ট্যান্ডে। বিধায়কের এই উদ্যোগে খুশি দাদপুর এলাকার মানুষ।




No comments:

Post a Comment