ওয়েবডেস্ক, কিবরিয়া আনসারী, ডোমকল, ১৪ অগাস্ট : আগ্নেয় অস্ত্র সহ এক পাচারকারীকে গ্রেপ্তার করল মুর্শিদাবাদ জেলা পুলিশ। ধৃত ব্যক্তির নাম ধীরেন হালদার। বাড়ি নদিয়া জেলার তেহট্ট থানার সারডাঙা এলাকায়। সোমবার বহরমপুর থানার স্পেশাল অপারেশন টিমের যৌথ উদ্যোগে বহরমপুর মোহনা বাসস্ট্যান্ড থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পুলিশ সূত্রে জানা যায়, ধীরেন হালদার বিহারের সাহেবগঞ্জ থেকে অস্ত্র এনে ডোমকলের থানারপাড়া এলাকায় কারবার চালাত। ধৃতের কাছ থেকে উদ্ধার হয়েছে তিনটি পাইপগান, পাঁচটি অত্যাধুনিক বোরের পিস্তল, ১০টি ম্যাগজিন ও ১৫০ রাউন্ড গুলি। উদ্ধার হয়েছে একটি মোবাইল ও নগদ এক লাখ টাকা। জেলা পুলিশ সুপার শ্রীমুকেশ বলেন, 'ধৃতের সঙ্গে বাংলাদেশী যোগ রয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। ধৃতকে পুলিশ হেপাজতে নিয়ে আরও বেশ কয়েকজনকে ধরার চেষ্টা হবে।'


No comments:
Post a Comment