ওয়েবডেস্ক, বেলডাঙা, ১৫ আগস্ট : বেলডাঙা কেন্দ্রীয় ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে ৭১ তম স্বাধীনতা দিবস পালিত হল মহাসমারোহে। আজ সান্ধ্যকালিন এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় মিতালী সিনেমা টকিজে। অনুষ্ঠানে স্বাধীনতা আন্দোলনের অমর বীর শহীদের স্মরণ করা হয়। এই মনোজ্ঞ অনুষ্ঠানে অংশ নেন সুদূর বাংলাদেশ থেকে আগত লোক-শিল্পী মনিরা ইসলাম পাপু এবং এপার বাংলার দুরদর্শন শিল্পী সোমা বারি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নওদা বিধায়ক আবুতাহের খান, মুর্শিদাবাদ চেম্বার অফ কমার্সের যুগ্ম-সম্পাদক কল্যাণ সাহা, ব্যবসায়ী সমিতির সদস্যবৃন্দ এবং বিশিষ্ট জনেরা। বেলডাঙা কেন্দ্রীয় ব্যবসায়ী সমিতির যুগ্ম-সম্পাদক মোক্তাদির হোসেন মোল্লা বলেন, 'বেলডাঙা কেন্দ্রীয় ব্যবসায়ীয় সমিতির গঠন নিয়ে জনমানসে একটা বিভ্রান্তি রয়েছে। আজ স্বাধীনতা দিবস উদযাপনের পাশাপাশি জনমানস থেকে সেই বিভ্রান্তি দূর করাই আমাদের লক্ষ্য। মুর্শিদাবাদ চেম্বার অফ কমার্সের পক্ষ থেকে আমরা আজ অনুমোদন পত্র পেলাম। আজ এই মহান দিবসের পুণ্যলগ্নে আমরা বেলডাঙা কেন্দ্রীয় ব্যবসায়ী সমিতির গঠনকে আরও মজবুজ ও দৃঢ় করার শপথ নিলাম।'
 |
| সংগীত পরিবেশন মনিরা ইসলাম পাপু-র |
No comments:
Post a Comment