23 August 2017

হরিহরপাড়ায় জলে ডুবে মারা গেল একই পরিবারের দুই শিশু



ওয়েবডেস্ক, রাকিবুল ইসলাম, হরিহরপাড়া, ২৩ আগস্ট: জলে ডুবে মৃত্যু হ'ল একই পরিবারের ২ শিশুর। বুধবার দুপুরে মুর্শিদাবাদের হরিহরপাড়া থানার গজনীপুর এলাকার মর্মান্তিক এই ঘটনায় শোকের ছায়া নেমে আসে। জানা গেছে এদিন দুপুরে ওই গ্রামেরই বাসিন্দা পেশায় চাষী রাজ কুমার সেখের ২ মেয়ে বাড়ির বাইরে জলাশয়ের ধারে খেলা করছিল। সেই সময় হঠাৎ জলে পড়ে যায় তার বছর তিনেকের ছোট মেয়ে রিমা খাতুন(৪)। বোনকে বাঁচাতে জলে ঝাঁপ দেয় বড়ো মেয়ে রিয়া খাতুন(৬)। বিষয়টি স্থানীয়দের নজরে আসার আগেই জলে ডুবে মৃত্যু হয় তাদের দুই বোনের। হরিহরপাড়া থানার পুলিশ মৃতদেহ নিয়ে যায় ময়না তদন্তের জন্য। মর্মান্তিক এই ঘটনায় শোকের ছায়া নেমে আসে ওই এলাকায়।



No comments:

Post a Comment