ওয়েবডেস্ক, কিবরিয়া আনসারী, ডোমকল, ২৩ আগস্ট: নিজের সন্মান নিজেকেই রক্ষা করতে হবে। নিজের ছেলে মেয়েদের ভার নিজেকেই নিতে হবে। এমনি এক বার্তা দিল মুর্শিদাবাদের ডোমকল ব্লকে মিশন নির্মল বাংলা গড়ার প্রস্তুতি সভা ৷ আজ দুপুর ১ টে থেকে এ আর ডি হলে প্রায় বিকাল পর্যন্ত চলল এই প্রস্তুতি সভা। এদিনের সভায় ব্লকের বিভিন্ন এলাকা থেকে আগত আশাকর্মী, অঙ্গনওয়াড়িকর্মী, জিপি স্টাফ ও প্রধানদের নিয়ে বিডিও টি জি ভুটিয়া শপথ করলেন আগামী ২০১৭ মধ্যেই ডোমকলকে নির্মল ঘোষনা করতে হবে ৷ এদিনের সভায় বিডিও টি জি ভুটিয়া বলেন, সমাজে সবাইকে নিয়ে একসাথে আমাদের এই নির্মল বাংলা গড়ে তুলতে হবে। এখন সব চেয়ে বড়ো সমস্যা যেখানে সেখানে মল ত্যাগ করা। এটা আমাদের করলে চলবে না। কারণ এই থেকেই আমাদের শরীরে রোগ জীবানু আশ্রয় নিচ্ছে। আমাদের মা, মেয়েদের সন্মানহানী হচ্ছে, এটা আপনাদের বন্ধ করতে হবে। বাড়িতে বাড়িতে শৌচাগার নির্মান করতে হবে। অসুবিধা হলে আমরা আপনাদের পাশে আছি। তিনি আরও বলেন সব কিছুই প্রশাসন ঠিক করতে পারবে না। এজন্য আপনাদের এগিয়ে আসতে হবে। আমাদের সকলকে কাধেকাধ মিলিয়ে নির্মল বাংলা গড়ে তুলতে হবে। এদিনের সভায় উপস্থিত ছিলেন বিডিও, এসডিডিএম ও ব্লকের অন্যান্য আধিকারিকরা।


No comments:
Post a Comment