ওয়েবডেস্ক, কিবরিয়া আনসারী, ডোমকল, ২৬ আগস্ট: ডোমকলের জলঙ্গীতে ছোট ভাইয়ের ধারালো অস্ত্রের কোপে খুন হল দাদা। ঘটনাটি ঘটেছে শুক্রবার ৪ টে নাগাদ জলঙ্গী থানার জয়কৃষ্ণপুরের মুরাদপুর গ্রামে। মৃত ব্যক্তির নাম সাদিক আলি (৪৫)। স্থানীয় সূত্রে জানা যায়, সাদিক আলির সাথে বেশ কিছুদিন ধরে পারিবারিক জমি সংক্রান্ত বিষয় নিয়ে বিবাদ চলছিল ভাই বাবর আলির। শুক্রবার দুই ভাইয়ের মধ্যে বিবাদ চরমে ওঠে। তারপরই বাবর আলি ঘর থেকে ধারালো অস্ত্র নিয়ে এসে এলোপাথাড়ি কোপায় সাদিক আলিকে। ঘটনাস্থলেই মৃত্যু হয় সাদিকের। স্থানীয় এক বাসিন্দা আলি বলেন, 'বেশ কয়েকদিন ধরেই দুই ভাইয়ের মধ্যে জমি নিয়ে বিবাদ চলতে থাকে। অনেক বার বলেছি অশান্তি সৃষ্টি না করে আলোচনায় বসে পারিবারিক বিষয় মিটিয়ে নিতে। উল্টে আমাদের অকথ্য কথা শুনিয়ে দিতেন। এই ঘটনা পরে এলাকায় চাঞ্চল্য ছড়ায়। জলঙ্গী থানার ওসি দেবাশিষ সরকার জানিয়েছেন, 'এই ঘটনার পরে বাবর আলি গা ঢাকা দিয়েছিল। জলঙ্গী থানার পুলিশের তৎপরতায় সন্ধ্যা নাগাদ বাবর আলিকে গ্রেপ্তার করা হয়। পুলিশ মৃতদেহ টিকে ময়নাতদন্তে পাঠিয়েছে।'


No comments:
Post a Comment