ওয়েবডেস্ক, সাহাজামাল, বহরমপুর, ৩ আগস্ট : অবশেষে বৃহস্পতিবার মুর্শিদাবাদ জেলার দৌলতাবাদ থানা এলাকার কলাডাঙা ঘাট থেকে উদ্ধার হল ২৭ ঘন্টা আগে নিখোঁজ হয়ে যাওয়া যুবকের মৃতদেহ। ঘটনাটি ঘটেছে দৌলতাবাদের কলাডাঙাতে। ঘটনার পর থেকেই শোকের ছায়া এলাকা জুড়ে। বৃহস্পতিবার সকাল ১০ টা থেকে প্রায় ছয় ঘন্টা চেষ্টার পর নিখোঁজ যুবকের দেহ উদ্ধার করেন মুর্শিদাবাদ সিভিল ডিফেন্সের কর্মীরা। জানা গেছে বুধবার দুপুরে বন্ধুদের সাথে স্নান করতে গিয়ে ভৈরব নদের জলে তলিয়ে নিখোঁজ হয়ে যায় কলাডাঙ্গা কর্মকারপাড়ার যুবক মহাম্মদ হোসাইন সেখ (১৮)। তারপর থেকেই পুলিশ ও স্থানীয় মানুষরা একত্রে মিলে ভৈরব নদে তল্লাশি শুরু করেন। তবে বুধবার দিন অনেক চেষ্টা করেও কোন খোঁজ মিলেনি তার। পরদিন বৃহস্পতিবার সকাল ১০ টা থেকে প্রায় ছঘন্টা তার খোঁজে তল্লাশি চালায় মুর্শিদাবাদ জেলার সিভিল ডিফেন্সের কর্মীরা। এদিন দুটি স্পিড বোট নিয়ে ১১ জনের একটি দল কলাডাঙা জোলপাড়া ও তার আশেপাশের ঘাটে তল্লাশি চালিয়ে জলের তলা থেকে মৃত দেহটি উদ্ধার করেন তারা। স্থানীয় যুবক সাহাবুল সেখ জানান, 'গ্রামের নিখোঁজ হয়ে যাওয়া যুবকের মৃতদেহটি উদ্ধার হল আজ। বুধবার থেকেই চলছিল ভৈরব নদে যুবকের তল্লাশি। তবে বৃহস্পতিবার তার মৃত দেহটি উদ্ধার হয় ঘটনাস্থল থেকে প্রায় পঞ্চাশ মিটার দূরে কলাডাঙা ঘাট চত্বরে জলের তলা থেকে।' এবিষয়ে মুর্শিদাবাদ জেললার সিভিল ডিফেন্সের পক্ষ থেকে দিলিপ কুমার মন্ডল বলেন, 'গত বুধবার নিঁখোজ হয়ে যাওয়া যুবকের দেহটি ঘটনাস্থল থেকে কিছুটা দূরে জলের তলাতেই ছিল। আমাদের কর্মীরা অনুমানিকভাবে নদের বেশ কয়েকটি জায়গায় তল্লাশি চালাবার পর কলাডাঙা থেকে মৃত দেহটি উদ্ধার করে।' পুলিশ মৃতদেহটি ঘটনাস্থল থেকে উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠিয়েছে। এই ঘটনার পর থেকেই শোকের ছায়া এলাকায়।


No comments:
Post a Comment