02 August 2017

কান্দির বন্যা কবলিত এলাকায় প্রশাসনের তৎপরতায় পৌঁছে গেল মেডিক্যাল টিম



ওয়েবডেস্ক, সাহাজামাল, কান্দি, ২ আগস্ট : বুধবার মুর্শিদাবাদ জেলার কান্দি মহকুমার বন্যা কবলিত এলাকাগুলিতে প্রশাসনের তৎপরতায় পৌছে গেল মেডিক্যাল টিম। ঠিক সময় বন্যায় ভুক্ত ভুগীদের পাশে দাঁড়াতে সক্রিয় হয়ে উঠলেন প্রশাসন। এদিন দুপুর থেকে শুরু করে পুরোটা দিনই কান্দি মহকুমার বন্যা কবলিত সমগ্র এলাকা ঘুরে চিকিৎসা করে বেড়ালেন এই মেডিক্যাল টিম। বিগত দিনের অবিরাম বৃষ্টিপাত ও জলাধার থেকে জল ছাড়ার কারণে বন্যার পরিস্থিতি দেখা দেয় কান্দি মহকুমা এলাকার ভরতপুর, খড়গ্রাম, ও বড়ঞা ব্লকের বেশ কয়েকটি গ্রামে। ফলে জলবন্দি হয়ে পড়ে কয়েক হাজার মানুষ। এসবের মধ্যে কষ্টের দিন কাটিয়ে উঠার জন্য প্রয়োজন ছিল বৃষ্টিপাত কম হওয়ার। তাই বৃষ্টিপাত কমে যাওয়ায় বন্যা পরিস্থিতি নিয়ন্ত্রণে। চেষ্টা চলছে বন্যা কবলিত মানুষেরা যাতে অসুস্থ হয়ে না পড়ে তাই তাদের সুস্বাস্থ্যের কথা ভেবে কান্দি মহকুমা প্রশাসনের তৎপরতায় বন্যা কবলিত গ্রামে গ্রামে পৌঁছে গেল মেডিক্যাল টিম। সেখানে সাধারণ মানুষের চিকিৎসার পাশাপাশি ওষুধও দেওয়া হচ্ছে বিপদগ্রস্ত মানুষদের। বন্যার দূষিত জল খেয়ে মানুষের মধ্যে যাতে জলবাহিত রোগ না ছড়ায় সেজন্য দেওয়া হচ্ছে হাতে হাতে পানীয় জলের প্যাকেট। এবিষয়ে কান্দি মহকুমা আধিকারিক অভিক কুমার দাস জানান,' বন্যার জল নামার সাথে সাথে আমরা প্রতিটি ব্লকের স্বাস্থ্য আধিকারিক ও সমষ্টি উন্নয়ণ আধিকারিকদের বন্যা কবলিত এলাকায় মেডিক্যাল টিম পাঠানোর ব্যবস্থা করতে জানিয়েছিলাম। তাই তারা ইতিমধ্যেই প্রতিটি গ্রামে মেডিক্যাল টিম পাঠিয়েছে। প্রায় ৪০ টি মেডিক্যাল টিম তৈরি করা হয়েছে। তারা গ্রামের প্রতিটি বাড়িতে গিয়ে স্বাস্থ্য উন্নতির জন্য চিকিৎসা ও ঔষুধ দেওয়া শুরু করেছে। এছাড়াও বিভিন্ন জায়গায় লম্বা পাইপ দিয়ে পানীয় জলের চাপা-কল বসিয়ে দেওয়া হচ্ছে। প্রশাসনের পক্ষ থেকে সব রকম পরিষেবা দেওয়া হবে বন্যা কবলিত এলাকাগুলির মানুষকে।'




No comments:

Post a Comment