ওয়েবডেস্ক, বেলডাঙা, মুর্শিদাবাদ, ২৩ আগস্ট: প্রাতঃভ্রমণে বেড়িয়ে দুষ্কৃতিদের হাতে ধারালো অস্ত্রের আঘাতে খুন হল বেলডাঙার প্রাক্তন বিধায়কের ভাই আবুল কালাম আজাদ মিঞা (৬০)। বুধবার সকালে গ্রামের রাস্তার ধার থেকে তার ক্ষতবিক্ষত অবস্থায় মৃতদেহ উদ্ধার করে স্থানীয় বাসিন্দারা। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে মুর্শিদাবাদে বেলডাঙা থানার মকরমপুর এলাকায়।
জানা গেছে প্রতিদিনের মতো আবুল কালাম আজাদ মিঞা খুব সকালে মর্নিং ওয়ার্ক করতে বাড়ি থেকে বেড়িয়ে ছিলেন মকরমপুর গ্রামের রাস্তার দিয়ে। ভোর রাতে নির্জনতার সুযোগ নিয়ে দুষ্কৃতিরা ধারালো অস্ত্র দিয়ে খুন করে তাকে। স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে ঘটনাস্থলে আসে পরিবারের লোকজন। রক্তাক্ত অবস্থায় তার মৃতদেহ উদ্ধার হয় গ্রামের রাস্তার ধার থেকে। মৃতের দেহে একাধিক ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন দেখা যায়। মৃত ব্যক্তির বেলডাঙার প্রাক্তন কংগ্রেস বিধায়ক গোলাম কিবরিয়ার ভাই। তবে তিনি কোন রাজনীতি দলের সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত ছিলেন না। মৃতের পরিবারের তরফ থেকে খুনের ঘটনার লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে বেলডাঙা থানায়। খুনের কারণ ও দুষ্কৃতিদের এখনও জানা যায়নি। ঘটনার তদন্তে নেমেছে বেলডাঙা থানার পুলিশ।


No comments:
Post a Comment