18 August 2017

রানীনগরে অনুষ্ঠিত হল পশ্চিমবঙ্গ যুব সংসদ



ওয়েবডেস্ক, রফিকুল ইসলাম, ডোমকল, ১৮ আগষ্ট : বৃহস্পতিবার মুর্শিদাবাদ জেলার ডোমকলের রানীনগর-১ অনুষ্ঠিত হল পশ্চিমবঙ্গ যুব সংসদ। রাজ্যের বন্যা নিয়েও যুব সংসদে আশঙ্কা প্রকাশ। বিরোধী সদস্যরা বারবার রাজ্যের মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষন করে বললেন, যেভাবে মুর্শিদাবাদের ফারাক্ক ব্যারেজে জল ছাড়া হচ্ছে তাতে মুর্শিদাবাদ জেলা ডুবে যাওয়ার সম্ভাবনা রয়েছে। 
এদিন মুর্শিদাবাদ জেলার রানীনগর-১ ব্লক সমষ্টি উন্নয়ন অধিকরন ভবনে আয়োজিত পশ্চিমবঙ্গ যুব সংসদ অনুষ্ঠানে রাজ্যের বন্যা প্রসঙ্গ ওঠে আসে। এই  নকল বিধানসভায় বিরোধী সদস্যরা রাজ্যের সুপার স্পেশালিটি হাসপাতালগুলির অমানবিক দিকও তুলে ধরে এবং রুগীর পরিবারের কাছে বেশি টাকা আদায়ের বন্ধ করার মুখ্যমন্ত্রীর উদ্যোগকে প্রশংসা করেন।  ভবিষৎএ সাধারন মানুষের সার্থে এধরনের পদক্ষেপে তাদের সহযোগিতা থাকবে বলে প্রতিশ্রুতি দেন। রাজ্যের সরকারের হাসপাতালগুলির দিকে নজর দিক এবং হাসপাতালে উন্নত পরিষেবার দিকে নজর দিক এদাবি করে তারা। শুধু বেসরকারি হাসপাতালগুলির দিকে আঙুল তুললে হবে না।


No comments:

Post a Comment