ওয়েবডেস্ক, রাকিবুল ইসলাম, হরিহরপাড়া, ১৯ আগস্ট: মুর্শিদাবাদ জেলার হরিহরপাড়ার রাস্তা তৈরির দাবীতে রাজ্যসড়ক অবরোধ করল স্কুল পড়ুয়া সহ গ্রামবাসীরা। বেহাল রাস্তায় অভিনব ধানের চারা পুঁতে অভিনব কায়দায় বিক্ষোভ দেখাল তারা। শনিবার সকাল ৯টা নাগাদ হরিহরপাড়া থানা এলাকার স্বরুপপুর ডাঙাপাড়া রাজ্যসড়কের ডাঙাপাড়া মোড়ে এই বিক্ষোভ চলে। রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখায় ডাঙাপাড়া প্রাথমিক বিদ্যালয়ের পড়ুয়া ও গ্রামবাসীরা। প্রশাসন আশ্বাস দিলে তারা অবরোধ তুলে নেয়। স্থানীয় বাসীন্দা রুহুল আমিন জানান,'খলিলাবাদ- ডাঙাপাড়া পর্যন্ত প্রায় ৩ কিমি রাস্তা কোনদিনই সারানো হয়নি। আমরা নিত্যদিন সমস্যায় ভুগছি। বারবার স্বরুপপুর পঞ্চায়েত প্রধান ও প্রশাসনকে বলে কোনও সুরাহা হয়নি। বাধ্য হয়ে আমরা আজ রাস্তা অবরোধ করেছি।' এদিন হরহিরপাড়ার বিডিও পূর্ণেন্দু সান্যাল ঘটনাস্থলে গিয়ে গ্রামবাসীদের রাস্তা তৈরির আশ্বাস দেন।



No comments:
Post a Comment