![]() |
| পুরস্কার নিচ্ছেন মানিকনগর হাই স্কুলের শিক্ষক মোঃ সাজ্জাদ হোসেন ও স্বপন কুমার মল্লিক |
ওয়েবডেস্ক, বেলডাঙা, ২৬ আগস্ট : প্রতি বছরের মতো এবারও ২১ আগস্ট থেকে সর্ব শিক্ষা মিশনের উদ্যোগে সারা দেশের সঙ্গে রাজ্যজুড়ে পালিত হচ্ছে নির্মল বিদ্যালয় সপ্তাহ অভিযান। আজ শনিবার ছিল তার শেষ দিন। এদিন মুর্শিদাবাদ জেলার বহরমপুর রবীন্দ্র সদনে এক অনুষ্ঠানে জেলার প্রাথমিক, উচ্চ প্রাথমিক ও মাধ্যমিক সহ মোট ৮২ টি বিদ্যালয়কে নির্মল বিদ্যালয় পুরস্কার প্রদান করা হয়। এবারে বেলডাঙা ব্লকের সারগাছি চক্রের মানিকনগর হাই স্কুল ও বেলডাঙা চক্রের দারুল হাদীস সিনিয়র মাদ্রাসা এই পুরস্কার পায়। সর্ব শিক্ষা মিশনের পক্ষ থেকে এই পুরস্কার তুলে দেওয়া হয় মানিকনগর হাই স্কুলের শিক্ষক স্বপন কুমার মল্লিক ও মোঃ সাজ্জাদ হোসেন এর হাতে। দারুল হাদীসের পক্ষে পুরস্কার গ্রহন করেন মাদ্রাসার সুপারিন্টেনডেন্ট তথা রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত শিক্ষক মোহাঃ নুরুল ইসলাম মিয়া ও শ্রী সুদীপ্ত সাহা (মাদ্রাসার স্টাফ)। পুরস্কার হিসাবে দেওয়া হয়েছে ডিজিটাল ক্লক, পাঁচ হাজার টাকার চেক ও মানপত্র। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুর্শিদাবাদ জেলার অতিরিক্ত জেলা শাসক শ্রী বিভু গোয়েল, জেলা প্রকল্প আধিকারিক পার্থপ্রতীম দাস, জেলা প্রাথমিক সংসদ সভাপতি দেবাশীষ বৈশ্য, ডি আই ( মাধ্যমিক) পূরবী দে বিশ্বাস, ডি আই (প্রাথমিক) রুবিনা তামাং এছাড়া জেলার বিভিন্ন চক্রের এস আই-রা।


No comments:
Post a Comment