20 August 2017

স্বাস্থ্যকেন্দ্রও বাদ গেল না হাতির হামলা থেকে



ওয়েবডেস্ক, আলিপুরদুয়ার, ২০ আগস্ট : চা বলয়ে হাতির হামলা দিনকে দিন বেড়েই চলেছে, এবার বাদ পড়ল না স্বাস্থ্যকেন্দ্র। ঘটনাটি ঘটেছে বীরপাড়া মাদারিহাট ব্লকের দীর্ঘদিন ধরে বন্ধ বান্দাপানি চাবাগানের সরকারি উপ স্বাস্থ্যকেন্দ্রে। সূত্রের খবর, শনিবার ভোররাতে ৫ টার দিকে ৬ টি হাতির দল স্বাস্থ্যকেন্দ্রটির দরজা ভেঙে ভেতরের দামি আলমারি, ওষুধ পত্র, ভিতরের আসবাসপত্র তছনছ করে। এই কেন্দ্রর স্বাস্থ্যকর্মী রাজা কর্মকার জানান, ৬ টি হাতির দল দরজা ভেঙে ভিতরের আলমারি, আসবাসপত্র, ওষুধপত্র সব তছনছ করে, এছাড়াও প্রয়োজনীয় কাগজপত্র, রেজিস্টার খাতা সব নষ্ট করে দিয়েছে। 
পাশাপাশি রাতে হাতির দলটি হানা দেয় বান্দাপানী হিন্দি জুনিয়ার হাইস্কুলে। সংশ্লিষ্ট বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সরোজা শিং জানান, চালের খোঁজে মিড ডে মিলের ঘরের দরজা ভাঙে। কিন্তু চাল না পেয়ে পুরো ঘর লণ্ডভণ্ড করে চলে যায়। বান্দাপানী চা বাগানের সমাজ সেবিকা সুজাতা উড়াও বলেন, হাতি প্রতিরাতেই অত্যাচার চালাচ্ছে অথচ বনদপ্তরে উদাসীন। ওয়াইল্ড লাইফ ওয়ার্ডেন লিমা চৌধুরী বলেন, বিষয়টি সত্যি উদ্বেগজনক, সম্প্রতি হাতির উৎপাত বেড়েছে,  প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার কথা ভাবা হচ্ছে।


No comments:

Post a Comment