12 August 2017

ধুলিয়ানের রাস্তা জলমগ্ন, সমস্যায় স্কুল পড়ুয়া থেকে সাধারণ মানুষ



ওয়েবডেস্ক, পঙ্কজ, ধুলিয়ান, ১২ আগস্ট : বার বার একই  দৃশ্য ভেসে উঠছে ধুলিয়ান মেন রাস্তার দুর্দশাগ্রস্থ অবস্থা। গত তিনদিন ধীরে প্রবল পরিমানে রাজ্যের বিভিন্ন জেলা জুড়ে বৃষ্টিপাত হয়। ধুলিয়ান, অরঙ্গাবাদ, সুতি, ফারাক্কা, সামশেরগঞ্জ সংলগ্ন অনেক এলাকায় জলমগ্ন অবস্থা হয়েছে। আবার কোথাও দেখা যাচ্ছে জলের তলায় হাই ড্রেন। আবার আবর্জনার কারনে হাইড্রেন জল জমে রয়েছে। রাস্তার দুর্দশা অবস্থা দেখে ছাত্র-ছাত্রী ও সাধারণ মানুষ পথ চলতে দ্বিধাবোধ করছে। তা সত্ত্বেও এক হাঁটু জল দিয়ে প্রতিদিন ছাত্রছাত্রীরা এই রাস্তা দিয়ে স্কুল যায় । তাদেরকে দৈনন্দিন যাতায়াতের সমস্যায় পড়তে হচ্ছে। পথ আরোহী অভিজিৎ সিংহ বলেন, 'ধুলিয়ান পুরসভার জল নিকাশী  ব্যবস্থা খুবই নিকৃষ্টমানের। যার ফলে ভুগতে হচ্ছে আমাদের মত সাধারণ মানুষকেও।'

No comments:

Post a Comment