02 August 2017

নদীতে স্নান করতে নেমে তলিয়ে গেল কলেজের প্রথমবর্ষের এক ছাত্র



ওয়েবডেস্ক, সাহাজামাল, ডোমকল, ২ আগষ্ট : বুধবার মুর্শিদাবাদ জেলার দৌলতাবাদের কলাডাঙ্গা ঘাটে স্নান করতে নেমে নদীতে তলিয়ে গেল কলেজের প্রথমবর্ষের এক ছাত্র। ঘটনাটি ঘটেছে এদিন দৌলতাবাদ থানার কলাডাঙ্গা গ্রামে। এদিনের এই ঘটনায় শোকের ছায়া এলাকা জুড়ে। জানা গেছে বুধবার দুপুরে বাড়ি থেকে বেরিয়ে স্নানের জন্য ভৈরব নদীতে কলাডাঙ্গা ঘাটের জোলপাড়ায় যায় কলাডাঙ্গা কর্মকারপাড়ার যুবক মোহম্মদ হোসাইন সেখ (১৮)। সেখানে গিয়ে বন্ধুদের সাথে স্নান করতে নেমে কিছুক্ষণ জলে সাঁতার কাটার পর  নদী পার হতে গিয়ে নদীর জলের তলিয়ে যায় ওই যুবক। নিখোঁজ যুবকের বাবা মোহাম্মদ হানিফ সেখ জানান, 'বাড়ির পাশে স্নান করতে যাচ্ছি বলেই বাড়ি থেকে বেরিয়েছিল ছেলে। তবে জানতাম না সে আমাদের না বলে নদীতে স্নানের জন্য গিয়েছে। যদি জানতে পারতাম তাহলে যেতে দিতাম না বলেই হয়তো জানাতে চাইনি সে। ছেলে ঠিক মতো সাঁতার জানতো না, তাই কোনদিন নদীতে যায়নি। আজই বাড়িতে না জানিয়ে নদীতে গিয়েছিল বন্ধুদের সাথে। আর সেখানে গিয়েই জলের ততলিয়ে গিয়েছে তবে এখনো তার কোনও খোঁজ পাইনি। জানিনা তার সাথে কি ঘটেছে।' অপর দিকে এবিষয়ে একজন গ্রামবাসী বলেন, ঘটনার সময় চিৎকার শুনে ছুটে এসে দেখি জলের তলায় তলিয়ে গিয়েছে যুবক। তবে তার পরে অনেক খোঁজাখুজি করেও তার কোন হদিশ মেলেনি।

No comments:

Post a Comment