ওয়েবডেস্ক, রাকিবুল ইসলাম, হরিহরপাড়া, ১২ আগস্ট : মুর্শিদাবাদ জেলা পুলিশের উদ্যোগে হরিহরপাড়া থানা ও চন্দ্রদ্বীপ সংস্থার সহযোগিতায় হরিহরপাড়ায় অনুষ্ঠিত হল নাগরিক সচেতনতা শিবির। শনিবার এই শিবির অনুষ্ঠিত হয় হরিহরপাড়া থানা এলাকার তরতিপুর হাইস্কুলে। উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার শ্রী মুকেশ, সি আই সনৎ দাস, হরিহরপাড়া থানার ওসি কার্তিক মাজি, বিশিষ্ট সাংবাদিক হাতিমুল ইসলাম সহ বিদ্যালয়ের ছাত্র-ছাত্রী, অভিভাবক, স্থানীয় বাসিন্দা ও বিশিষ্টরা। এদিন জেলা পুলিশ সুপার শ্রী মুকেশ শিবিরে বাল্যবিবাহ, নারী ও শিশুপাচার রদ, সেফ ড্রাইভ সেভ লাইফ, মাদকের কুফল, সাইবার ক্রাইম সহ বিভিন্ন বিষয়ে সচেতনতার সম্পর্কে আলোচনা করেন।


No comments:
Post a Comment