12 August 2017

সামশেরগঞ্জে জাল নোট উদ্ধার, গ্রেপ্তার ২



ওয়েবডেস্ক, পঙ্কজ, ধুলিয়ান, ১২ আগস্ট : আবার জাল নোট উদ্ধার করল সামশেরগঞ্জ থানার পুলিশ।  ৫ লক্ষ টাকার জাল নোট সহ গ্রেপ্তার ২ জন সামশেরগঞ্জ বাসুদেবপুর বাসট্যান্ড এলাকা থেকে। ৭ আগস্ট সুতি থানার পুলিশ ২ লক্ষ টাকা সহ ৩ জনকে গ্রেপ্তার করেন। এদিন গোপন সূত্রে খবর পেয়ে সামশেরগঞ্জ থানার পুলিশ আজ বাসুদেবপুর বাসট্যান্ড এলাকায়  থেকে ২ জনকে গ্রেপ্তার করেন। পুলিশ তাদেরকে জিজ্ঞাসাবাদ করে জানতে পারেন নোটগুলি বাংলাদেশ থেকে এসেছে, মালদা হয়ে নোটগুলি বিহারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল। ধৃত ব্যক্তিদের নাম বাবুল সেখ ও তসিব সেখ, বাড়ি মালদা জেলার বৈষ্ণবনগর। নোটগুলি সব ২ হাজার টাকার বলে জানা গেছে। ধৃতদের সঙ্গে আরো কেউ জড়িত আছে কিনা পুলিশ তদন্ত করে দেখছে।


No comments:

Post a Comment