ওয়েবডেস্ক, কিবরিয়া আনসারী, ডোমকল, ১৩ আগস্ট : ডোমকলের মুরারিপুরে এক প্রতিবেশীর পাঁচিল ভেঙ্গে মৃত্যু হল এক স্কুল পড়ুয়ার। এই ঘটনায় চাঞ্চল্য ছড়ায় এলাকায়। ঘটনাটি ঘটেছে আজ সকাল ৯ টা নাগাদ ডোমকল থানার মুরারিপুর গ্রামে। মৃত স্কুল পড়ুয়ার নাম সৌমিক মন্ডল (১৩)। এদিন সৌমিক মন্ডল, শুভদীপ মন্ডল, সুমন মন্ডল তিন বন্ধু মিলে বাড়ি থেকে ১০০ মিটার দূরত্বে টিউশনি পড়তে গিয়েছিল। পড়া শেষ করে তিন বন্ধু বাড়ি ফিরছিল সেই সময় মনি গোপাল চক্রবর্তীর বাড়ির পাঁচিল ভেঙ্গে পড়ে তিনজনের গায়ে। সঙ্গে সঙ্গে দুই বন্ধু শুভদীপ ও সুমন ছিঁটকে দূরে সরে যায়। অপরদিকে সৌমিক মন্ডল পাঁচিলের তলায় চাপা পড়ে। তারপরই দুই বন্ধু ছুটে এসে সৌমিকের হাত ধরে টেনে বার করতে ব্যর্থ হয়। সঙ্গে সঙ্গে গ্রামবাসীরা ছুটে এসে সৌমিককে উদ্ধার করে। ঘটনাস্থলেই মানসিক ভারসাম্য হারিয়ে ফেলে সৌমিক। পরিবারের লোকজন প্রাথমিক চিকিৎসার জন্য তাকে ডোমকল মহকুমা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষনা করেন। সৌমিকের কাকা প্রহ্লাদ মন্ডল বলেন, 'মনি গোপালের বাড়ির পাঁচিল প্রায় ২ বছর ধরে আশঙ্কাজনক অবস্থায় দাঁড়িয়ে রয়েছে। গ্রামবাসীরা পাঁচিল ঠিক করতে বললে সে কোন কর্ণপাত করত না।' এই ঘটনায় পরে উত্তেজিত গ্রামবাসীরা তার বাড়ি ঘিরে বিক্ষোভ দেখায়। ডোমকল থানার আই সি নিহার রঞ্জন রায় জানিয়েছেন, 'মুরারিপুর গ্রামে আজ পাচিল ভেঙ্গে পড়ে মৃত্যু হয়েছে এক স্কুল পড়ুয়ার। মৃত্যের পরিবার থানায় লিখিতভাবে অভিযোগ দায়ের করেছে। আমরা অভিযোগের ভিত্তি ঘটনার তদন্ত শুরু করেছি এবং মৃত দেহটি ময়না তদন্তের জন্য বহরমপুর হাসপাতালে পাঠানো হয়েছে।'


No comments:
Post a Comment