12 July 2017

আবারও হরিহরপাড়ায় নাবালিকার বিয়ে রুখলো কন্যাশ্রী যোদ্ধারা


ওয়েবডেস্ক, হরিহরপাড়া, ১২ জুলাই: আবার হরিহরপাড়ায় নাবালিকার বিয়ে রুখলো কন্যাশ্রী যোদ্ধারা। ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদ জেলার হরিহরপাড়া থানা এলাকার তরতিপুর গ্রামের আনসারি পাড়ায়। নাবালিকার নাম মারুফা খাতুন।  নাবালিকা ওই গ্রামের তরতিপুর হাই স্কুলের নবম শ্রেণির ছাত্রী। তরতিপুর গ্রামের বাসিন্দা আলাউদ্দিন সেখ তার নাবালিকা মেয়ে মারুফা খাতুনের  বিয়ে ঠিক করেন খামারবাটি গ্রামে। পাত্র সারওয়ার আলম, পেশায় টিউশন মাষ্টার। বুধবার গোপন সূত্রে খবর পেয়ে কন্যাশ্রী যোদ্ধারা পুলিশ প্রশাসন ও সিনি সংস্থার সদস্যদের সহযোগিতা নিয়ে হাজির হন ওই নাবালিকার বাড়ি। তারা নাবালিকার পরিবারকে বোঝান বাল্যবিবাহের কুফল সম্পর্কে। নাবালিকার পরিবারের লোক প্রশাসনকে মুচলিকা দেন তাদের মেয়ে সাবালিকা হলেই তবেই বিয়ে দিবে।


No comments:

Post a Comment