12 July 2017

অবশেষে ডোমকল বিধানসভা ভোটে সহিদুল খুনের আসামি আত্মসর্মপন করল কোর্টে



ওয়েবডেস্ক, কিবরিয়া আনসারী, ডোমকল, ১২ জুলাই : ২০১৬ বিধানসভা ভোটের দিনে সকাল সকাল ডোমকল থানার হরিডোবা গ্রামে খুন হয়েছিল সি পি এম কর্মী সহিদুল সেখ (৩০)। সহিদুল সেখ ছিল হরিডোবা গ্রামের একজন হেবিওয়েট সি পি এমের  কর্মী । সে সকাল সকাল ভোটের লাইনে দাড়িয়ে ছিল ভোট দেবার জন্য। সেই সময় গুলি করে খুন করা হয় সহিদুলকে। এই খুনের আসামি অভিযুক্ত কামরুজ্জামানকে পুলিশ গ্রেপ্তার করতে ব্যর্থ হয়েছিল। অভিযুক্ত কামরুজ্জামান প্রায় ১ বছর ধরে গা ঢাকা দিয়েছিল। সি পি এম কর্মী সহিদুল সেখ খুনের আসামি কামরুজ্জামান শেষমেস আজ সকাল ১১ নাগাদ সে কোর্টে আত্মসর্মপন করেন।



No comments:

Post a Comment