ওয়েবডেস্ক, কিবরিয়া আনসারী, ডোমকল, ১৪ জুলাই : রানিনগরের পর এবার ডোমকল থানার নেতৃত্বে স্কুলের ছাত্র-ছাত্রীদের নিয়ে বাল্যবিবাহ প্রতিরোধ করতে কন্যাশ্রী যোদ্ধাদের নিয়ে শিক্ষকের ভূমিকায় এস আই বিজন রায়। বাল্য বিবাহ প্রতিরোধে ও সমাজ গঠনে ছাত্র-ছাত্রীদের ভূমিকার কথা তুলে ধরলেন বিজন বাবু। তবে বিজন বাবু এ ব্যাপারে সুযোগ করে দেওয়ার জন্য ধন্যবাদ জানিয়েছেন ডোমকলের এস ডি পি ও মাকসুদ হাসান ও আই সি নিহার রঞ্জন রায়কে। শুক্রবার ৩ টে নাগাদ বিজন বাবুকে দেখা গেল ডোমকল ব্লকের ১১নং পঞ্চায়েতের বৃন্দাবনপুর হাই স্কুলে শিক্ষকের ভূমিকায়। নবম, দশম, একাদশ শ্রেণির প্রায় ২৫০ জন ছাত্র-ছাত্রীদের নিয়ে প্রায় ১ ঘন্টা বক্তব্য রাখেন। প্রথমেই তিনি ক্লাসে ঢুকে বলেন, 'ভয়ের কোনো কারন নেই, আমি পুলিশ নয়, আমি তোমাদের দাদা।' তারপরই বিজন বাবু শুরু করেন বাল্য বিবাহ প্রতিরোধ ও সমাজ গঠনে ছাত্র-ছাত্রীদের ভূমিকার কথা। তিনি বলেন, 'তোমরা ছাত্র সমাজ কখনো হতাশ হবে না। তোমাদের সকলের মূল লক্ষ সমাজকে সুন্দর ভাবে গড়ে তোলা এবং তার জন্য যতটা সাহায্য দরকার আমি করব। সমাজকে সুন্দরভাবে গড়ে তুলতে গেলে প্রথমে তোমাদের বড়ো হতে হবে, মানুষের মত মানুষ হতে হবে। এটা জীবন গড়ার সময়, বিয়ে করার নয়।' বিজন বাবু তার ভাষায় ছাত্র-ছাত্রীদের উদ্দেশ্যে এই বার্তাই দিলেন বাল্য বিবাহকে যেন কেউ সাপোর্ট করবে না। বৃন্দাবনপুর হাই স্কুলের প্রধান শিক্ষক আতাহার আলি মন্ডল জানিয়েছেন, 'আমি কখনো ভাবতে পারিনি বিজন বাবুকে শিক্ষকের ভূমিকায় আমাদের মাঝে পাব। আমরা সবাই আজ খুবই আনন্দিত।' এই জন্য আতাহার আলি ডোমকল থানাকে সাধুবাদ জানিয়েছেন।


No comments:
Post a Comment